ডাক অধিদপ্তরের অভিযোগ গ্রহণ ব্যবস্থাপনা সিস্টেমে আপনাকে স্বাগতম!!!


অনলাইনে অভিযোগ দাখিল করতে আপনাকে প্রথমে ইমেইল ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন কোড ইমেইলের ইনবক্সে না পেলে স্প্যামে চেক করুন।

 

 

অনলাইনে অভিযোগ দাখিলের নিয়মাবলীঃ

  •  অভিযোগ দাখিল করতে “ অভিযোগ দাখিল” মেনুতে ক্লিক করে আপনার একটিভ মেইল লিখে “ভেরিফেকেশন কোড ই-মেইলে পাঠান” বাটনে ক্লিক করুন।
  •  ই-মেইলের ইনবক্স/ স্প্যামে প্রাপ্ত ছয় ডিজিটের নম্বরটি ভেরিফিকেশন কোডের ঘরে লিখে “ই-মেইল ভেরিফিকেশন করুন” বাটনে ক্লিক করুন।
  •  এবার প্রাপ্ত ফরমটি ইউনিকোডে সঠিকভাবে পূরণের পর তথ্য যাচাই এর জন্য “প্রিভিউ“ বাটনে ক্লিক করুন তথ্য সঠিক থাকলে “ অভিযোগ দাখিল” বাটনে ক্লিক করে সাবমিট করুন। তথ্যে ভুল থাকলে এডিট করে যাচাই শেষে একইভাবে অভিযোগ দাখিল করুন।
  •  মনে রাখবেন, স্টার চিণ্হিত ঘরগুলো অবশ্যই পূরনীয়।
  •  অভিযোগ দাখিলে কোনো সমস্যা হলে কারিগরি সহায়তার জন্য অফিস চলাকালীন সময়ে কল করুন ০২-৯৫৬৯৭৮৫